পথশিশুদের সাথে পরীমনি-রাজের ছেলের মুখে ভাত!

বাংলাপ্রেস ডেস্ক
১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল ইসলাম রাজের সন্তান শাহীম মোহাম্মদ রাজ্যের বয়স ছয় মাস পূর্ণ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার। ছেলে সন্তানদের সাধারণত ছয় মাসে মুখে ভাত দেওয়ার প্রচলন আছে আমাদের দেশে।

তবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চার দিন পিছিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে ছেলে রাজ্যের মুখে ভাতের আয়োজন করেছিলেন রাজ-পরী দম্পতি। সেই আয়োজনে আমন্ত্রিত ছিল একঝাঁক পথশিশু।

অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাতে বেশকিছু ছবি নিজের ফেসবুকের পাতায় শেয়ার করেন পরীমনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত!’

পরীমনি ঢাকা টাইমসকে বলেন, ‘রাজ্যের মুখে ভাতের অনুষ্ঠান হলো পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কতটা আনন্দের ও খুশির, তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।’

এর আগে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানান তার তারকা মা পরীমনি। অভিনেত্রী লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।’

ছেলের মুখে ভাত অনুষ্ঠানের জন্য তার বাবা অভিনেতা শরীফুল রাজ আগেই কিনে রেখেছিলেন সোনার চামচ ও বাটি। ২ ফেব্রুয়ারি পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে সেগুলোর ছবি পোস্ট করে বিষয়টি জানান।

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-পরী। একই বছরের ১০ অক্টোবর গোপনে করেন বিয়ে। গত বছরের ১০ জানুয়ারি সে খবর জানান ফেসবুকে। এও জানান, তারা মা-বাবা হতে যাচ্ছেন। এরপর গত ১০ আগস্ট রাজ-পরীর কোল জুড়ে আসে তাদের রাজ্য।

বিপি/কেজে