দোহারে বাদ জোহর জানাজা শেষে সমাহিত হবে নাজমুল হুদার মরদেহ
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রোববার রাত এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ব্যারিস্টার নাজমুল হুদা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন। পরিস্থিতি খারাপ হলে তাকে সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, রাতে মরদেহ ধানমন্ডি বাসভবনে রাখা হয়। আজ সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে হবে জানাজা।
সেখান থেকে নাজমুল হুদা শেষবারের জন্য ফিরবেন নিজ এলাকা দোহারে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে সমাহিত করা হবে।
ব্যারিস্টার হুদা ১৯৯১ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০০১ সালে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১০ সালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে আবার আলোচনায় এসেছিলেন। তখন দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হলেও তিনি দলীয় কাজ করতে থাকলে এক বছর পর ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্যপদদ আবার ফিরিয়ে দেওয়া হয়।
পরে বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান ২০১২ সালে বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন। সম্প্রতি তৃণমূল বিএনপি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছিলেন এই নেতা।
বিপি>আর এল