হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মির্জা ফখরুল সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয়।

এর আগে, সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরেন বিএনপির মহাসচিব। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য মির্জা ফখরুলকে প্রায় সিঙ্গাপুর যেতে হয়।

বিপি/কেজে