বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে প্রতি বছর ৮শ’কোটি টাকা প্রয়োজন

বাংলাপ্রেস ডেস্ক
২১ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাপ্রেস ঢাকাঃ বিদেশিদের নিয়ে এবার ভিন্নভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আর্থিক কারণে বাংলাকে এই মুহুর্তে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব দিচ্ছে না বাংলাদেশ। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ করতে হবে। আমাদের বিবেচনায় করতে হবে এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কিনা।

বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর বাইরে নেই ঢাকায় থাকা বিদেশীরা। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভাষা দিবস উদযাপনে অংশ নেন তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রাশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া ও মালদ্বীপের নাগরিকরা।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা পালন বিশ্বে ভাষার বিভিন্নতা ও বৈচিত্রতাকে স্বীকৃতি ও মেনে নেয়ার বড় উদাহরণ। ৮০০ কোটি টাকা খরচ করার মতো সক্ষমতা একদিন বাংলাদেশেরও তৈরি হবে। তবে এই মুহূর্তে এটার পক্ষে বেশি মতামত আসবে না। যদিও আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সবই আছে।

শাহরিয়ার আলম আরও বলেন, আমাদের ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এর আগে সকালে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিপি>আর এল