নবীনগরে আ.লীগ নেতার জানাযায় হাজারো মানুষের ঢল

বাংলাপ্রেস ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৩

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িঘর গ্রামের বিশিষ্ট সালিশ কারক আব্দুল হক এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার বিকালে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযা নামাজ শেষে কুড়িঘর কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।উক্ত জানাযা নামাজে রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।

জানাযা নামাজ এর পূর্বে নাটঘর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ,নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,বিদ্যাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি এনামুল হক এনাম,শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আকসির,নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম,ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শরিফ উদ্দিন আফতাবি,কুড়িঘর ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওঃ আবুল কালাম আজাদ,নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইসহাক সরকার,নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ হানিফ,মানব কল্যাণ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সহ এলাকার এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন।

মরহুমের মৃত্যুতে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আওয়ামীলীগ এই নেতার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

বিপি>আর এল