ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাপ্রেস ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৩

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ২০২৩ এর বির্তকীত শিক্ষা সিলেবাস বাতিল, সকল শ্রেনীতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক এবং দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমারেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ডোমার বাজার বাটার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধিরাজ-মিজান পাঠাগারের সামনে প্রতিবাদ সমাবেশে অংশনেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু জাফর
সিদ্দিকী’র সভাপতিত্বে নীলফামারী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মইনুল হক, জাতীয় ওলামা মাশায়েক পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু বাকার, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওঃ নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় জোড়াবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোক্তার আলী, ইউনুছ আলী, হাফেজ রজব আলী, মৌলভী নুরন নবী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অতিসত্তর তাদের দাবীদাবা মেনে না নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারীদের বক্তারা।

বিপি>আর এল