বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বাংলাপ্রেস ডেস্ক
৭ এপ্রিল, ২০২৩

বাংলাপ্রেস ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এ ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

তবে পুলিশের ধারণা, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে পার্বত্য অঞ্চলের সংগঠনগুলো।

বিপি/কেজে