Home বাংলাদেশ বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। আজ মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ম আবায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক ১৮ এপ্রিল সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

২৯ এপ্রিল থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পন্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী