Home বাংলাদেশঢাকা শার্শা সীমান্তে ২ কোটি টাকা মুল্যের ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

শার্শা সীমান্তে ২ কোটি টাকা মুল্যের ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

A+A-
Reset

শার্শা (যশাোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩ শত গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক স্বর্ণের মুল্য ১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা।

পাচারকারীরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান । বিজিবির বিশেষ একটি টহল দল ভারত সিমান্ত সংলগ্ন পাঁচ ভুলাট এলাকায় অভিযান চালিয়ে উক্ত স্বর্নের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি আজ সন্ধ্যা ৭ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান দুপুর ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শার্শার পাচভুলোট সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে।এ সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। ক্যাম্পে নিয়ে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩ শত গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা। পাচারকারী দের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী