বাংলাপ্রেস ডেস্ক: ভারতে এবার বাজার থেকে দুই হাজার রুপির নোট প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
রিজার্ভ ব্যাংক জানায়, বাজারে প্রচলিত দুই হাজার রুপির নোট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে বিনিময় করতে হবে। দুই হাজার রুপির নোট শুধুমাত্র আইনি দরপত্র হিসেবে থাকবে।
আরবিআই আরও জানিয়েছে, ২৩ মে থেকে যেকোন ব্যাংকে দুই হাজার রুপির নোট জমা দিয়ে বিনিময় করা যাবে। এ সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। একবারে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময় করা যাবে। আরবিআই এরই মধ্যে ব্যাংকগুলোকে দুই হাজার রুপির নোট ইস্যু করা বন্ধ করার পরামর্শ দিয়েছে।
দুই হাজার রুপির নোটের মাধ্যমে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময়ের সুবিধা দেওয়ার ক্ষমতা আরবিআইয়ের ১৯টি আঞ্চলিক অফিসকে দেওয়া হয়েছে।
ভারতে দুই হাজার রুপি নোট চালু হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে। ওই সময়ে বাজার থেকে প্রাথমিকভাবে ৫০০ এবং ১০০০ রুপির নোট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। দ্রুত মুদ্রার প্রয়োজন মেটাতে এ নোট চালু করা হয়।
বিপি>আর এল