বাংলাপ্রেস ডেস্ক: গোপন সরকারি নথি রাখা ও বিচার বাধাগ্রস্ত করার মামলায় ফেডারেল গ্র্যান্ড জুরি ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের এক আইনজীবী ও সংশ্লিষ্ট একটি সূত্র।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা এ ফৌজদারি মামলাকে ট্রাম্পের সামনে আরেকটি আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে নিউ ইয়র্কে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প, যেটির বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চে।
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার প্রতি সমন জারি করা হয়েছে। তিনি লিখেন, ‘আমি নির্দোষ মানুষ!’
এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্পের বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্র্যান্ড জুরি সংক্রান্ত গোপন কোনো বিষয়ে সরকারের তরফ থেকে প্রকাশ্যে মন্তব্য করা অবৈধ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানায়, কেন্দ্রীয় আদালতে করা ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে।
বিপি/কেজে