বাংলাপ্রেস ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে বাইরে থেকে কোনও হামলার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার বিবৃতিতে জানিয়েছে, রবিবার উত্তর-পূর্ব সিরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও বের করা যায়নি। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে ২০১৫ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছে মার্কিন বাহিনী। তবে সেনা সংখ্যা এখন কমিয়ে আনা হয়েছে। বিভিন্ন সময় দেশটির বিদ্রোহী অধুষ্যিত এলাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিক্ষিপ্ত হামলার শিকার হয়েছে।
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেকে সহায়তার অংশ হিসেবে ঠিকাদারসহ ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে সিরিয়ায়।
গত ২৫ মার্চ সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। এসব হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন এবং আরেকজন আহত হন।