মিনারা হেলেন: চলতি বছর হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার হজযাত্রী গেছেন সৌদি আরবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের প্রায় তিন সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে। তবে এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের মার্কিন মিশনের কনস্যুলার বিষয়ক পরামর্শদাতা শন মারফি ও সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।
ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর বাংলাদেশ থেকেও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে গেছেন বলে জানা গেছে। সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন। এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চলতি বছরে হজ্বযাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুন। গত বছরে প্রায় ১০ লাখ মানুষ হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। প্রতিবছরই ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পান। এবারও এর বতিক্রম হচ্ছে না। গত বছর ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ৫১ জনকে এবার হজ করার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তান। পাকিস্তানের হজযাত্রী ছিলেন ৮১ হাজার ১৩২ জন। তৃতীয় অবস্থানে ছিলেন ভারত। ৭৯ হাজার ২৩৭ জন ভারতীয় গতবছর হজ করার সুযোগ পেয়েছিলেন। এদিকে চতুর্থ অবস্থানে ছিলেন বাংলাদেশ। গত বছর ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল। সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী।
গত বছর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ হজ করার সুযোগ পান। দেশটি থেকে মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছিল সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন, আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন হজ করতে পান। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পান।
গত বছর যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চীন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ পান। কিন্তু এবারে এর সংখ্যা দ্বিগুন বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
বিপি।এসএম