গাজীপুর প্রতিনিধি: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ আঞ্জুয়ারা মারা গেছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান আঞ্জুয়ারা। এদিন সকাল সাড়ে ৯টার পর থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন।
তিন বছর আগে স্বামীকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে আসেন আঞ্জুয়ারা। তার গ্রামে বাড়ি সিরাজগঞ্জের কাজিপুরের চরগিরিশের ইউনিয়নের চরগিরিশ গ্রামে। তিন বছর আগে বাবা মন্টু মিয়াকে হারান আঞ্জুয়ারা। স্বামী জামাল বাদশার বাড়ি একই ইউনিয়নের চর-নাটিয়ার পাড়ায়। পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে শ্রমিকরা যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন।
বিপি>আর এল