Home বিনোদন আমির খানের যে ছবি নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে !

আমির খানের যে ছবি নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে !

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট৷ কিন্তু বিতর্কের ঊর্ধে নন তিনিও৷ পাপারাজ্জিদের নজর এড়িয়ে যায় না তাঁর কাজকর্মও৷ রমজান মাস চলছে। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে খেলার ছবি পোস্ট করেছিলেন সুপারস্টার আমির খান। ব্যস! তাতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ৷ নিশানা করেছেন বাবা-মেয়ের সম্পর্কেও৷

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখেন আমির খান৷ তিনি যান না কোনও অ্যাওয়ার্ড সেরিমনিতে৷ তেমন বড় ইভেন্ট না হলে, তাঁর নাগাল পাওয়া মুশকিল৷ বছরে একটি সিনেমা করেন তিনি৷ সেটাও হয় ব্লকবাস্টার হিট৷ তাঁকে বেশি দেখতে পাওয়া যায় সমাজ সচেতনতামূলক কর্মসূচিতে৷ খুব প্রয়োজন না পড়লে খোলেন না মুখ৷ নিজের জগতে, নিজের মতোই থাকেন৷ কিন্তু এহেন আমিরও যে কোনও সময় বিতর্কে জড়াবেন না, তা হতে পারে? আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাক্টিভ নেটিজেনরা৷ কোনও কিছু তাঁদের অপছন্দ হলেই সরব হন তাঁরা৷ এবার মিস্টার পারফেকশনিস্টের ক্ষেত্রেও তাই হল৷ সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে বড় মেয়ে ইরা খানের সঙ্গে খেলার একটি ছবি পোস্ট করেছিলেন আমির৷ আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷

নেটিজেনদের একটি অংশের ছবিটি দেখে অশ্লীল মনে হয়েছে৷ রমজান মাস চলাকালীন এমন ছবি দেওয়া তাদের বিচারে নিয়ম বিরুদ্ধ৷ ছবিটি নিয়ে আমিরকে সমালোচনায় বিদ্ধ করেছেন তাঁরা৷ এমনকি সমস্ত সীমা লংঘন করে বিষয়টিকে যৌনতার দিকেও নিয়ে গিয়েছেন৷ তবে সমাজে রয়েছে দুটি দিক- সাদা ও কালো৷ নেটিজেনদের অন্য একটি অংশ আবার এই খারাপ সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টারের৷ এইসবের মাঝে আমির খান কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ৷ এখনও নিজের ফেসবুক থেকে ডিলিট করেননি ছবিটি ৷

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী