আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারে এসএসসি-৮৯/এইচএসসি-৯১ গ্রুপের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) বিকালে ডোমার সাহাপাড়া এলাকায় উক্ত গ্রুপের বন্ধু বামুনিয়া কালীতলা সপ্রাবি’র প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের বন্ধু সাংবাদিক আনিছুর রহমান মানিক, সাবেক সার্জেন্ট আলমগীর হোসেন, প্রভাষক লুলু আল মাকনূন, শিক্ষক তহিদুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান বিপু, তরিকুল ইসলাম শিমুল, দেলোয়ার হোসেন দেলু প্রমূখ।
কম্বল নিতে আসা প্রতিবন্ধি শরিফা খাতুন বলেন, গত সপ্তাহ ধরে আমাদের এলাকায় প্রচন্ড শীত পড়েছে। ভোটের কারনে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের খোঁজ খবর কেউ নেয় না। এই কষ্টের মধ্যে যারা আমাদের শীত নিবারণে সহযোগিতা করলো। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। অত্র গ্রুপের এডমিন প্যানেল সহ গ্রুপেরমানবিক টিমের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলে। প্রথম ধাপে গ্রুপের সহায়তায় ৫০টি কম্বল বিতরন করা হয়।
বিপি/কেজে