317
বাংলাপ্রেস ডেস্ক: শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। বিরাজ করছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমছে প্রতিদিনই। বুধবার (৩ জানুয়ারি) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গত ২ জানুয়ারি ছিল ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও হিমেল বাতাস মানুষের জনজীবন বিপর্যস্ত। কাজে যেতে পারছেন না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে আয় উপার্জনে ভাটা পড়েছে তাদের।
আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তারা বলছেন, এ তাপমাত্রা কয়েকদিন স্থায়ী হতে পারে। এই মাসের মাঝামাঝি সময়ে আরও একটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান।
বিপি/টিআই