Home বাংলাদেশরংপুর সৈয়দপুরে পিএনআরএফআর ট্রাস্টের মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ

সৈয়দপুরে পিএনআরএফআর ট্রাস্টের মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর সৈয়দপুরে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফ আর )ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয় । ট্রাস্টের দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে গত ১২ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় ঢেলাপিরস্থ টাওয়ার এক্স ,চাঁদভানু কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ ও ১৩ই জানুয়ারি শনিবার সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলাম দুদিন ব্যাপী ট্রাস্টের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাঁর কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সামা বিনতে নজরুল সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সবিয়া বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ মিন্টু, আলহাজ্ব মো. মাহবুব আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার, সাংবাদিক ও সুধীজন।

সৈয়দপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম তাঁর নামে প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্ট গঠন করেছেন। আর ওই ট্রাস্টের উদ্যোগে তিনি প্রতি শীত মৌসুমে শীতবস্ত্র নিয়ে হাজার হাজার অসহায় ও গরিব শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
দ্বিতীয় দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে সেবা প্রদান এবং তিন মাসের প্রয়োজনীয় ঔষধ ফ্রি প্রদান করেন ।

ক্যাম্পের রোগীদের সেবায় প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলামের সাথে সহযোগিতা করেন তাঁরই কন্যা ডাঃ নুসরাত বিনতে নজরুল ,সামা বিনতে নজরুল ও ডাঃ রিনা আক্তার মিম ।
আরো সহযোগিতা করেন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী