Home প্রবাস বেইলি রোডে আগুন: যুক্তরাষ্ট্র আ.লীগ নেতার মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া

বেইলি রোডে আগুন: যুক্তরাষ্ট্র আ.লীগ নেতার মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক শোক বার্তায় বলেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। এ ঘটনায় ৪৫ জনের প্রাণহানি ঘটে। উক্ত ভবনের কফিশপে গিয়েছিলেন কফি খেতে। হঠাৎ উক্ত ভবনের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন ধরে গেলে তিনি অনেকের মতই সেখান থেকে আর বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থান তিনি হাসপাতালে মারা যান। তাঁর এ মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা গভীর সমবেদনা জানিয়েছেন।
অ্যাডভোকেট শামীম প্রায় দেড় যুগ ধরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বসবাসরত করছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামে। দেশে অবস্থানকালে তিনি কুলাউড়া আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রীম কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও পেয়েছিলেন। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি ২ সপ্তাহ আগে বাংলাদেশে বেড়াতে যান এবং ঢাকার বাসায় অবস্থান করছিলেন। তাঁর মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে আওয়ামী পরিবারসহ সাধারন প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী