Home বাংলাদেশ গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরানো নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, দুপুরের দিকে পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।

নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছে। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের কল করে অভিযোগও জানিয়েছেন। মরদেহ এখন ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের এক কর্মকর্তা জানান, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি বলেছেন- ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি শান্তি চান।’

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী