Home খেলা ব্যালন ডি’অর ২০২৪ কোথায় অবস্থান মেসি-রোনালদো-হালান্ড-এমবাপ্পের

ব্যালন ডি’অর ২০২৪ কোথায় অবস্থান মেসি-রোনালদো-হালান্ড-এমবাপ্পের

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পেরা।

বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন এটি।

জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন সুপার কোপার শিরোপা।

তালিকার দুইয়ে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা পিএসজির জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। যদিও চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পথে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তিনি ৪৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল। সেই সঙ্গে জিতেছেন ট্রফি দেস চ্যাম্পিয়ন।

তিনে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। যিনি গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত মৌসুমে ম্যানসিটিকে ট্রেবল জেতানোর পেছনে বড় ভূমিকা রাখেন এ তারকা। ২০২৩-২৪ মৌসুমে ৩২ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ।

চতুর্থ স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির আরেক তারকা ফিল ফোডেন। গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনিও। ২০২৩-২৪ মৌসুমে ১৯ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ।

পঞ্চম স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির আরেক তারকা রদ্রি। তিনিও গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০২৩-২৪ মৌসুমে ৭ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ।

গোল ডটকমের তালিকায় মেসি-রোনালদোর নাম থাকলেও বাস্তবতায় এবার তাদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বলা যায়।

তালিকার ১৯তম স্থানে রয়েছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরে খেলা এই ফুটবলার ৩২ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৩টি গোল। আর তালিকার ২০তম স্থানে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।

ইন্টার মায়ামির হয়ে বর্তমানে মাঠ মাতানো মেসি ২০২৩-২৪ মৌসুমে ১৬ গোল করার পাশাপাশি ৬টি গোল করতে সহায়তা করেছেন। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন লিগস কাপের শিরোপা। অন্যদিকে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের জায়গা হয়নি এ তালিকাতে।

 

 

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী