Home খেলা ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন লিওনেল মেসি

ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন লিওনেল মেসি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক:ফুটবলার লিওনেল মেসিকে চিনেন না এমন ক্রীড়াপ্রেমী মানুষ নেই বললেই চলে। বিশ্বকাপজয়ী তারকা এই ফুটবলার ফুটবল ছাড়া আর কোন খেলা পছন্দ করেন সেটি নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন মেসি।

আর্জেন্টিনার তারকা এই ফুটবলার যেদিন প্রথম ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন সেদিন গ্যালারিতে বাস্কেটবল, টেনিস, রাগবির বিশ্ব তারকারা উপস্থিত ছিলেন। ফুটবল বাদে অন্য কোন খেলা পছন্দ করেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

ফুটবলের বাইরে পছন্দের খেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে একাধিক খেলার নাম বলেন মেসি। তিনি বলেন, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’ যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে মেসি এখন আমেরিকান ফুটবলও শিখছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে নিজেকে ‘রোমান্টিক নই’ বলেও অভিহিত করেন তিনি।

মেসি বলেন, ‘ইদানীং আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, জানি না। তবে আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’

 

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী