বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মার্কিন মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা বেশির ভাগ ভূখণ্ড হারানোর কারণে যুক্তরাষ্ট্র তার দাবার গুটি হারিয়েছে।
তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিরিয়ার ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে। বৃহস্পতিবার রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসীদের কবল থেকে আলেপ্পো, দেই আয জোর, হোমস এবং দামেস্কের আশপাশ এলাকা পুনরুদ্ধার করার পর সিরিয়ায় আমেরিকা তার দাবার গুটি হারিয়েছে।
তিনি বলেন, সিরিয়ার আন নুসরা সন্ত্রাসী গোষ্ঠী যাদেরকে মধ্যপন্থী বলা হচ্ছিল তাদের তারা প্রথম গুটি হিসেবে ব্যবহার করেছে। যখন তাদের নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ হয়ে পড়ল যে তারা মধ্যপন্থী নয় তারা আসলে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার অন্তর্ভুক্ত তখন যুক্তরাষ্ট্র তার কৌশলে পরিবর্তন আনল এবং অন্য গুটির সন্ধ্যান করতে লাগল।
আসাদ বলেন, এখন তুরস্কের সীমান্তে তৎপর মার্কিন মদদপুষ্ট কুর্দি জনগোষ্ঠী থেকে গঠন করা এসডিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে ওয়াশিংটন নতুন গুটি হিসেবে ব্যবহার করছে।
আসাদ আরও বলেন, এসডিএফকে মোকাবেলার জন্য সিরিয়ার সামনে দুটি পথ খোলা রয়েছে। এর প্রথমটি হচ্ছে তাদের জন্য আমাদের আলোচনার দরজা খোলা রয়েছে। কারণ, এদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক যারা তাদের দেশকে ভালোবাসেন। আমার বিশ্বাস, তারা বিদেশি শক্তির হাতের পুতুল হতে পছন্দ করবেন না।
তিনি বলেন, যদি আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান না হয় তাহলে দ্বিতীয় পথ হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ করে সিরিয়ার ভূখণ্ড দখলমুক্ত করা। তাছাড়া আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই।
কারণ হিসেবে উল্লেখ করে আসাদ বলেন, এটি আমাদের ভূখণ্ড তাই আমাদের অধিকার রয়েছে যে সন্ত্রাসীদের কাছ থেকে আমরা আমাদের ভূখণ্ড মুক্ত করব। তাই যুক্তরাষ্ট্রের উচিত সিরিয়া ছেড়ে চলে যাওয়া এবং যেভাবেই হোক তাদেরকে চলে যেতেই হবে।
দাবার গুটি হারিয়ে সিরিয়া ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রকে
290