Home Uncategorized টাঙ্গাইলে রেললাইন থেকে অজ্ঞাত দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

টাঙ্গাইলে রেললাইন থেকে অজ্ঞাত দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

by bnbanglapress
A+A-
Reset


টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রেলপথ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন।

তিনি জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন- উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস ওই পথ দিয়ে ঢাকার দিকে যাওয়ার পর তারা লাশ দুটি দেখতে পান। ক্ষতবিক্ষত লাশ দুটি দেখে মনে হয়েছে, ট্রেনের ধাক্কায় তাদের ওই অবস্থা হয়েছে। তিনি জানান, নিহত দুজনই পুরুষ, বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মোটামুটি দেড়শ গজ ব্যবধানে রেললাইনে পাশে রক্তাক্ত লাশ দুটো পড়েছিল। এর মধ্যে একটি লাশের পাশে মাথার কাছে পড়েছিল মানিব্যাগ ও মোবাইল ফোন। তবে কারও পরিচয় পুলিশ জানতে পারেনি। এটি দুর্ঘটনা, না এর পেছনে অন্য কিছু আছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী