সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ এর সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার কারিতাস অফিসে সেলাই মেশিন বিতরণ করা হয়।
কারিতাস বাংলাদেশ, ইএলএসআরপি প্রকল্প অধীনে ,জামালগঞ্জ উপজেলা অফিসে বিকল্প জীবিকায়ন সহায়তা হিসেবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামালগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
কারিতাস বাংলাদেশ এর মাঠ সহায়ক মো: সারোয়ার আলম এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ এর ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: মশিউর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপকার ভোগী লাভলী আক্তার, পলি আক্তার, আলিমা আক্তার প্রমূখ। ইএলএসআরপি প্রকল্প অফিস থেকে ২২ টি সেলাই মেশিন উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিছুটা হলেও তাদের জীবনমান বৃদ্ধি পাবে। অসহায় সাধারণ মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা প্রশংসার দাবী রাখে। তিনি সকলকে উন্নয়ন কাজে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
বিপি/কেজে