Home খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো করব: সাকিব আল হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো করব: সাকিব আল হাসান

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’ স্থানীয় সময় বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য নাম্বার ওয়ান অল-রাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব এ কথা বলেন।
শোটাইম মিউজিকের আয়োজনে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নুরু আজিম, মোহাম্মদ এন মজুমদার ও আলমগীর খান আলম। অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান বলেন, দেশকে ভালবাসি বলে আমেরিকায় স্থায়ীভাবে থাকার কোন পরিকল্পনা নেই। যেহেতু এখানে আমার পরিবার বসবাস করছেন তাই মাঝে মধ্যে আমাকে আমেরিকায় আসতে হয়।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। অচিরেই সেটি দেখতে পাবেন। যেহেতু আমি খেলাকে পছন্দ করি তাই আগে খেলা পরে রাজনীতি। খেলা ছেড়ে পুরপুরি রাজনীতি করার চিন্তা করছি না।
সাকিব আরও বলেন, ‘তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।’
বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়লেও কন্ডিশন থেকে সহায়তা পাবে বাংলাদেশ। এমনটা জানিয়ে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।’
সমর্থন কিংবা সমালোচনাতে আপত্তি নেই সাকিবের, তবে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি, ‘আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে।
ক্রিকেট বিশ্বের মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী