Home বাংলাদেশ ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দম্পতি  নিহত   

ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দম্পতি  নিহত   

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরের আলালপুর নামক  স্থানে শনিনার  ( ২৭ এপ্রিল ) সকাল ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দম্পতি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কমল চৌহান (৬৫) ও তার স্ত্রী রত্না চৌহান  (৫৫ ) ।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, বেলা ১১টার সময় ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী মারা যান এবং আহত হন আরও তিন জন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী