Home বাংলাদেশ বিএনপি নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে: কাদের

বিএনপি নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে: কাদের

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের গলার জোর যত কমছে, ‍মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরও উগ্র হয়ে উঠেছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাঁকডাক। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। বুধবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন শুননাম বিএনপির এক নেতা বলছে, এই অতিরিক্ত গরমের জন্য দায়ী শেখ হাসিনা সরকার। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে- সব দোষ নন্দঘোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে দায়ী আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে। জনগণ তাদের সঙ্গে নেই। তাদের হাতে ১৫ আগস্টের রক্তের দাগ, ৩ নভেম্বরের রক্তের দাগ, ২১ আগস্টের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষক-শ্রমিকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে।

তিনি বলেন, বিএনপি নেতাদের কারও সঙ্গে কারও মিল নেই। একেকজনের একেক কথা। এখন বিএনপি নেতাদের মধ্যে যাকে পছন্দ হয় না, তাকে বলে সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে, একে অন্যকে দোষ দেয়। বিএনপি যেই অবস্থায় আছে, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী