Home বাংলাদেশ কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: তীব্র তাপপ্রবাহের মধ্যে কুমিল্লায় দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। এ সময় বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। জেলার বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ-প্রশাসন ও স্থানীয় সূত্রে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে বজ্রাঘাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আলম হোসেন (২০) ও দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৮) বজ্রাঘাতে মারা যান। এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) ও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে কৃষক দৌলতুর রহমান (৪৭) মারা গেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, বজ্রাঘাতে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার (২ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হয়। এতে স্বস্তি নেমেছে জনজীবনে। জেলার সদর দক্ষিণ, আদর্শ সদর, দেবীদ্বার, বুড়িচং, বরুড়া, চান্দিনা এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

কুমিল্লায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

 

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী