Home প্রবাস যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মেক্সিকো সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মেক্সিকো সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যু

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে মেক্সিকো সীমান্তে মারা গেছেন এক বাংলাদেশি যুবক। দুবাই প্রবাসী রুহুল আমিন (৩৫) নামে ওই যুবক সীমান্তের কাছে অসুস্থ হয়ে মারা যান। স্থানীয় সময় রোববার (১২ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার এক নিকটাত্মীয় এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুহুল আমিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
রুহুল আমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন দুবাই থেকে বাড়িতে বহুতল ভবন করেছেন। পরে যুক্তরাষ্ট্রে আসার স্বপ্নে অনেক টাকা ঋণ করে রওনা দেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যায়। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
নিহতের বাবার নাম মৃত হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। মৃত্যুর খবরে পরিবারসহ তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী