Home বাংলাদেশ গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ১৪ মে ) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের চুড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে বজায় রাখার জন্য গৌরীপুর পৌরসভা সহ ১০ টি ইউনিয়ন থেকে শত শত আনসার ভিডিপি সদস্য সদস্যা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাছায়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্য পরিচালনা করার জন্য একটি দক্ষ টিম দায়িত্ব পালন করেন। ভালুকা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতির সভাপতিত্বে বাছাইয়ে নিয়োজিত ছিলেন গৌরীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আনসার ভিডিপি কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা রাসেল আহমেদ, গৌরীপুর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সোহাগ আহমেদ, মহিলা প্রশিক্ষিকা তানিয়া লিপি, ত্রিশাল উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আরিফুজ্জামান ।

সঠিক ও সুশৃঙ্খলভাবে বাছাই সম্পন্ন করতে ট্রেনিং প্রাপ্ত পিসি, এপিসির সদস্যরা সক্রিয় ভাবে
দায়িত্ব পালন করেছেন যা প্রশংসার দাবিদার বলে জনসম্মুখে দৃষ্টি গোচর হয়।

উল্লেখ্য, গৌরীপুর উপজেলার মোট ৯৫ টি ভোট কেন্দ্রের জন্য ১ হাজার ২ শত আনসার ভিডিপির সদস্য সদস্যা বাছাইয়ে অংশগ্রহণ করেন।

বিপি/কেজে

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী