Home বিনোদন কানের লাল গালিচায় ‘গোলাপী রানি’ উর্বশী

কানের লাল গালিচায় ‘গোলাপী রানি’ উর্বশী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠার দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র উর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

মঙ্গলবার (১৪ মে) ইনস্টাগ্রামে উর্বশীর পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে দ্যুতি ছড়াচ্ছেন এ বলিউড সুন্দরী। আর ক্যাপশনে লিখেছেন, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রিয় অভিনেত্রীকে এমন লুকের প্রশংসা করছেন তা অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ প্রিয়’, আরেকজন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়’। অপরজন লেখেন, ‘গোলাপী রানি’। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, উর্বশীর গাউনটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউস তৈরি করেছে অভিনেত্রীর পোশাকটি।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজর কাড়েন উর্বশী।। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী