বাংলাপ্রেস ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী যখনই স্বাবলম্বী হয় তখন কিন্তু তার কথা বলবার একটি জায়গা থাকে, তার অধিকার সচেতনতা তৈরি হয়ে। নারী তখন যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে পারে। তাই নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আজ রাজ লা মেরিডিয়ান হোটেলে We Hatbazar Marketplace Launching Event 2024 এ উই প্ল্যাটফর্ম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় উই প্ল্যাটফর্ম সম্পর্কে মন্ত্রী বলেন, ফেসবুক বেজড ছোট একটা প্ল্যাটফর্ম থেকে খুবই অল্প সময়ে নারী উদ্যোক্তাদের একটি ১৪ লাখ সদস্যের বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটি প্রশংসনীয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীরা স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, নারীর এই যে অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীকে উন্নয়নের মূলধারায় নিয়ে এসে উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি হিসেবে পরিণত করেছেন। এটি বেগবান করতে হলে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরী। সেই অর্থনৈতিক ক্ষমতায়নের একটি বড় কাজ উই প্ল্যাটফর্ম করতে পারছে। একেবারে প্রান্তিক নারীর জন্যও কিছু করার ব্যবস্থা করতে পারছে; এখানে শহুরে নারীরা আছে, গ্রামীণ নারীরা আছে, সারা দেশের নারীরা আছে। নারীকে তার এই অর্থনৈতিক কর্মকান্ডে যত বেশী যুক্ত করা যাবে তত বেশী নারীর আত্মমর্যাদা, নারী মুক্তির পথ সুগম হবে এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে নারীর সম্পৃক্ততা বাড়বে। নারীর বিরুদ্ধে যে সহিংসতাও নির্যাতন হয় সে গুলো কমে আসবে।
একজন নারীর অধিকার সুরক্ষায়, সাবলস্বী হওয়ায় তার উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে নিজেকে গেড়ে তোলার, সর্বোপরি একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে নারীকে যেভাবে এগিয়ে আসতে হবে সে এগিয়ে আসার ক্ষেত্রে উই একটি বড় ভূমিকা পালন করছে বলে মন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী রাজনীতি সচেতন হওয়ার বিষয়ে বলেন, আমাদের সকল কিছুই রাজনীতির মাধ্যমে নির্ধারিত। একটি দেশ পরিচালনার বিষয়গুলোও রাজনৈতিক সিদ্ধান্তের ফসল। আামাদের উচিৎ উন্নয়নের রাজনীতি বেছে নেওয়া।
মন্ত্রী নারী উদ্যেক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনার এ স্বাবলম্বী হওয়ার পেছনে যে রাজনীতি সবচেয়ে বেশি অবদান রাখছে সে রাজনীতি বেছে নেয়া উচিৎ। যে রাজনীতিতে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, নারীর প্রতি কোন সহিংসতা থাকবেনা, সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য, পথচলার রাজপথ সেটা সুন্দর হবে, যাতায়াত সেটা সুন্দর হবে, ঘরে বিদ্যুৎ থাকবে, তথ্য প্রযুক্তির ব্যবহার সহজ হবে সে রাজনীতি বেছে নিতে হবে।
এমন জায়গা ভোট দেওয়া হলো, যেখানে ভোট দেয়ার ফলে নারী উন্নয়ন নীতি রাতের আঁধারে ছিঁড়েফোড়ে নারীর অধিকার সব ফেলে দেয়া হয়, প্রজননের অধিকার ছিনিয়ে নেয়া হয়, অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেয়া হয়। সম্পত্তির অধিকার ছিনিয়ে নেয়া হয়, সমানাধিকার ছিনিয়ে নেয়া হয়। সে রাজনীতিকে বেছে নেয়া ইতবিাচক নয়।
এ সময় মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকেও নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন পরিসরে প্রশিক্ষণ ,অনুদান, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও সহায়ক উপকরণ দেয়া হচ্ছে। এরপর মন্ত্রীর উপস্থিতিতে We Hatbazar Marketplace উদ্বোধন হয়।
ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফীন, বিশ্ব ব্যাংকের লিড কান্ট্রি ইকনমিস্ট সৌলেমেন কৌলিবেলি (Souleymane Coulibaly)।
বিপি/টিআই