Home বাংলাদেশ জামালগঞ্জে জনগণের মুখোমুখি অনুষ্টান

জামালগঞ্জে জনগণের মুখোমুখি অনুষ্টান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সন্ত্রাস নয়, সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জকে অসাম্প্রদায়িক, মাদকমুক্ত ও নারীবান্ধব উপজেলা গঠন করতে চাই।। মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জামালগঞ্জ পিএফজির উদ্যোগে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা নুরুল হক আফিন্দি বলেছেন, জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ট সময় যৌবনকাল এ এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছি আমার জীভনে কোন চাওয়ো পাওয়া নেই। আমি শুধু এ উপজেলার মানুষের ভালবাসার কাঙ্গাল। যৌবনে রক্তি আন্দোলন দিয়ে শুরু করেছিলাম এ আন্দোলনের ফলে এ এলাকার হাজার হাজার শ্রমিক তাদের শ্রমের সন্ধান পেয়েছিল। এ এলাকার শত শত কোটিপতি ব্যবসায়ী বালি পাথর ব্যবসায় সুযোগ পেয়েছিলেন আমার আন্দেলনের ফলে। অনেকেই বড় লোক হয়েছেন কিন্তু আমি আপনাদের নুরুল হক আফিন্দী আপনাদেরই রইলাম। আপনারা আমাকে ভালবেসে বার বার সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার উপজেলা নির্বাচনে আপনাদের ভোট চাইতে আসলাম। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে জামালগঞ্জকে জামালগঞ্জকে অসাম্প্রদায়িক, মাদকমুক্ত ও নারীবান্ধব উপজেলা গঠন করবো। যদি নির্বাচিত না হতে পারি তাহলে জামালগঞ্জের উন্নয়নে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের কাতারে দাড়িয়ে সত্যের পক্ষে কথা বলে যাবো।
সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জামালগঞ্জ পিএফজির উদ্যোগে শুত্রকার সাচনাবাজার আখড়া পয়েন্টে জামালগঞ্জ পিএফজির সদস্য সৈয়দা আয়শা খানমের সভাপতিত্বে ও পিএফজি সদস্য আল-আমিনের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোজাম্মেল হক। নাগরিক প্রত্যাশা যাচাই শেষে অতিথিরা বক্তব্য রাখেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন তালুকদার বলেন, জীবনে মাদকের সাথে আপোষ করিনি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সাথে নিয়ে জামলগঞ্জকে মাদকমুক্ত করবো। জামালগঞ্জের উন্নয়নে নিজেকে আত্মনিবেদিত করবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাঝেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ থানার এস আই জোলহাস জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর বিএনপির সভাপতি মুরাদ, পিএফজি সদস্য শাহিনা আক্তার, তাহমিনা আক্তার, নারী নেত্রী পাখি বেগম প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, সহিংসতা পরিহার করা ও জন অধিকার বাস্তবায়ন বিষয়ক অঙ্গীকার নামা পাঠ করান জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ। উক্ত অঙ্গীকার করার পর প্রার্থীরা হাতে হাত রেখে অঙ্গীকারের প্রতি সংহতি প্রকাশ করেন। সঞ্চালক ভোটারদের শপথ করান। পরে ভোটারদের প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী