Home রাজনীতিবিএনপি নির্বাচনের আগে ও পরে একই কথা বলেছে যুক্তরাষ্ট্র: ড. মঈন খান

নির্বাচনের আগে ও পরে একই কথা বলেছে যুক্তরাষ্ট্র: ড. মঈন খান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ড. মঈন খান বলেন, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে, সব সমস্যার সমাধান হয়েছে, এটা সরকারের ভুল ধারণা। নির্বাচনের আগে যে কথা বলেছিল, নির্বাচনের পরও সেই একই কথা বলেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও আটকের উদ্দেশ্য হলো- সরকার এ দেশের মানুষকে কথা বলতে দেবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেবে না। এই সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে। দেশে আর সুস্থ ধরার রাজনীতি নেই। এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভবিষ্যৎ বলে দেবে এ সরকারের পরিণতি কী হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়। এ দেশের সরকারের বেলায় যে ভিন্নকিছু হবে- এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী