Home বাংলাদেশ তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধি: কেককাটা ও আলোচনার মধ্য দিয়ে তেঁতুলিয়ার সক্রিয় সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রাতে উপজেলার চৌরাস্তা বাজারস্থ ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসকে দোয়েল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন , জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নওরোজের হাফিজুর রহমান, মানবজমিনের আতিকুজ্জামান শাকিল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রতন, অর্থ সম্পাদক জুলহাস উদ্দিন, মোস্তাক আহম্মেদ, মিজানুর রহমান মিন্টু, অতিথি হিসাবে ছিলেন প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্যে বলা হয়, হাটি হাটি পা করে তিন বছর পেরিয়ে চার বছরে পা দিয়েছে জার্নালিস্ট ক্লাব। ২০২০ সালের ২০ এপ্রিল তারিখে দৈনিক কালের কন্ঠের সহ-সম্পাদক আতাউর রহমান কাবুল ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্ট মাহমুদ আজহারের উপস্থিতিতে জার্নালিষ্ট ক্লাবটি সৃষ্টি হয়। সে সময় তেঁতুলিয়ায় সক্রিয়ভাবে কর্মরত ১৮ সাংবাদিকদের নিয়ে জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন করা হয়। বক্তব্যে আরও বলা হয়, আমরা চেয়েছিলাম তেতুলিয়া প্রেসক্লাবটিকেই সাজাতে। কিন্তু ক্লাবটির নেতৃত্বে থাকা কয়েকজনের কারণে দীর্ঘ সময় ধরে পদ ধরে থাকায় প্রেস ক্লাব থেকে সরে দাঁড়িয়ে ১৮ জনের ঐক্যবদ্ধ তৈরি হয়। এই ঐক্যবদ্ধতায় প্রতিষ্ঠাতা লাভ করে জার্নালিস্ট ক্লাব। ক্লাবটি গঠনের পর হতেই সামাজিক, রাজনৈতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নিয়মিত সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বিশ্বস্ততা অর্জন করে। এ অর্জন বরাবর ধরে রাখতে সবাই একসাথে কাজ করতে চান।

 

আলোচনা শেষে কেককাটার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। চতুর্থ বর্ষে পদার্পনে সংগঠনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নে কিছু পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করার কথা জানান তারা।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী