Home বাংলাদেশ ২৪ জুনের ফিরতি টিকিট দেয়া হচ্ছে আজ

২৪ জুনের ফিরতি টিকিট দেয়া হচ্ছে আজ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৪ জুন) দেয়া হচ্ছে আগামী ২৪ জুনের ফিরতি টিকিট। এদিনই ট্রেনের ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮ টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে। আজই ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। এর আগে গত ২০ জুন ঈদ পরবর্তী ফেরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। আর গত ২ জুন শুরু হয় অগ্রিম যাত্রার টিকিট বিক্রি।

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেয়ার ব্যবস্থা থাকবে।

ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারী প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি(ওটিপি) প্রেরণের ব্যবস্থা করা হবে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী