Home বাংলাদেশ রুহিয়ায় ৩০ লিটার চোলাইমদসহ আটক

রুহিয়ায় ৩০ লিটার চোলাইমদসহ আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৩০ লিটার চোলাইমদসহ লাল মিয়া(৩৮)
নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮জুন) রাতে উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন কশালগাঁও (বাঁশবাড়ী) লালমিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক লালমিয়া কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, লালমিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ সহ তাকে হাতে নাতে তাকে আটক করা হয়।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, লালমিয়ার কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী