Home বাংলাদেশ গুঁড়িয়ে দেওয়া হল সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

গুঁড়িয়ে দেওয়া হল সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার পর এই অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল। ভ্রাম্যমাণ আদালত। তবে বেলা ১২টা ২০ মিনিটের দিকে খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

উচ্ছেদ শুরুর পর খামার থেকে সেই ১৫ লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এর সঙ্গে অন্য ছাগল ও দুম্বা বের করা হয়। দুপুর ১টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

জানা গেছে, অভিযান পরিচালনা করার খবর পেয়ে গতকাল বুধবার রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনা সরিয়ে নেন বাসিন্দারা।

আজ সকালে সেখানে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন খাল ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা ভেঙে ফেলছেন বাসিন্দা। ডিএনসিসির অভিযান শুরুর আগেই সাদিক অ্যাগ্রোর পাশে থাকা অনেক ঘরের টিন খুলে নিয়ে যান তারা।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী