নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী শেরপুরবাসীর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী রোববার (৩০ জুন) নিউ ইয়র্কস্থ শেরপুর জেলা সমিতির অনুষ্ঠিতব্য উক্ত বনভোজনে প্রবাসী শেরপুরবাসীসহ বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরাও অংশ নেবেন। সকাল সাড়ে ১১ টায় বনভোজনের উদ্বোধন ঘোষনা করবেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের কৃতিসন্তান সাংবাদিক আবুল কাশেম।
নিউ ইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দয়ের সজ্জিত এফডিআর স্টেট পার্কে অনুষ্ঠিতব্য দিনব্যাপী উক্ত বনভোজনে থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও র্যাফেল ড্র’তে থাকছে-নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক বিমান টিকেট, স্বর্ণের চেইন, টিভি ও ল্যাপটপসহ আকর্ষণীয় পুরুস্কার। প্রবাসী শেরপুরবাসী ও তাদের শুভাকাংখীদের বনভোজনে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
বনভোজন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ৯০৮-২৩০-৮৬০৬ এবং ৩৪৭-৬৩৭-০০৫৯
বিপি।এসএম