Home অন্যান্যশিক্ষা এইচএসসি পরীক্ষার্থীদের বৃষ্টিতে কেন্দ্রে যেতে ভোগান্তি

এইচএসসি পরীক্ষার্থীদের বৃষ্টিতে কেন্দ্রে যেতে ভোগান্তি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে আজ রোববার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে রাজধানীর পরীক্ষার্থীরা বৃষ্টিতে দুর্ভোগের শিকার হয়েছে। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন কম থাকার পাশাপাশি ছিল তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। পাশাপাশি ছিল তীব্র যানজট। এজন্য সময়মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে চরম উদ্বেগের মধ্যে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, ঢাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু করে ২৪ ঘণ্টায় ঢাকাসহ সব বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন সাগরে নিম্নচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা শক্তিশালী রয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও সারাদেশে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়।

শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী রোববার পরীক্ষায় বসার কথা ছিল। তবে বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী