Home খেলা খেলা চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু

খেলা চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউণ্ডে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৪৯ বছর। তার মৃত্যতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণে।

জানা গেছে, এদিন গ্র্যন্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯৭৪ সালে জন্ম নেয়া এই গ্র্যান্ডমাস্টার ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল, ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তার।

১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী