Home অন্যান্যশিক্ষা রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল

রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী মুন্না বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন করছে। অথচ এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করেছে ছাত্রলীগ। একই কায়দায় রাবিতে বাম নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ২৪ ঘণ্টার মধ্যে এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল আহমেদসহ অনেকে। এতে ছাত্র ইউনিয়ন ও অন্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী