Home বাংলাদেশ ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের একটি দল। সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মকবুযল হোসেন এর দিক নির্দেশনায় ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর নের্তৃত্বে এসআই আমজাদ হোসেন, শাকিল মাহবুদ, রুস্তম আলী ও সঙ্গীয় ফোর্স সোমবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে মাদক কারবারি ও মাদক সেবনকারী ৬ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা ভুজারী পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এরশাদ হোসেন (৩২), জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় পাঠান পাড়া এলাকার আবু সাঈদের ছেলে রুবেল ইসলাম (২৭), ডোমার কলেজ পাড়া এলাকার মৃত গিরিধারী রায়ের ছেলে রামনাথ রায়, জোড়াবাড়ী এলাকার দুলাল হোসেনের ছেলে শাহাজাহান (১৯), তার ভাই আব্দুর রহিম সাগর (৩১) এবং সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছমির উদ্দিন (৫৫)।

এ সময় তাদের কাছ থেকে নেশাদ্রব্য ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী