দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)তে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এসব সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরআগে বিকেল ৩টার দিক থেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সময়ে হাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে উভয় দিক থেকেই বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবির সামনের সড়কে মিছিল বের করে। ক্যাম্পাসের সামনে পুরো সড়কে তারা বিক্ষোভ করে প্রধান ফটকের সামনে বসে সড়ক অবরোধ করে।
একই সময় পাল্টাপাল্টি বিভিন্ন স্লোগানের পর আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বলে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষকে শান্ত করতে পুলিশ অবস্থান নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশ সদস্য, ৩ সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যারা এসব হামলার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিপি/টিআই