Home বাংলাদেশ দেশব্যাপী কারফিউ, সেনা মোতায়েন, প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল

দেশব্যাপী কারফিউ, সেনা মোতায়েন, প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর৷ শুক্রবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান৷
শুক্রবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
তিনি বলেন, ১৪ দলের বৈঠক শেষে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সারা দেশের যে যে জায়গায় সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সে সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।
এদিকে কারফিউ মানবে না বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমম্বয়ক নাহিদ হোসেন জানিয়েছেন, ১৪৪ ধারার মধ্যেই তারা ঘোষিত কর্মসূচি পালন করবেন। দেশের মানুষকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
নাইমুল ইসলাম খান বলেন, ১৪ দলের বৈঠক শেষে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ তিনি জানান, সারাদেশে যেখানে সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সেসব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী৷
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউ এবং সেনা মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, দেশব্যাপী শান্তি শৃঙ্খলারক্ষা ও জন নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আজ (শুক্রবার) হতে সান্ধ্য আইন কার্যকর করা হলো।
কারফিউ বা সান্ধ্য আইনের সময়সীমা

প্রথম দফা
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা
দ্বিতীয় দফা
বাংলাদেশ সময় শনিবার দুপুর ২টা থেকে রবিবার সকাল ১০টা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন “… এটা নিয়ম অনুযায়ীই হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে।”
শুক্রবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে দেশব্যাপী কারফিউ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী