Home বাংলাদেশ হ্যাকারদের কবলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট

হ্যাকারদের কবলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটের ঠিকানায় (https://pmo.gov.bd/) গিয়ে দেখা যায় ওয়েবসাইটের ওপরে লেখা ‘Hacked by The Resistance’
দিকে একই হ্যাকার গ্রুপ আজ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও হ্যাক করেছে। সেখানেও একই বার্তা দেখা যাচ্ছে। এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছিল গ্রুপটি।
হ্যাক হওয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে স্বাভাবিক তথ্যের পরিবর্তে, অজ্ঞাতনামা ব্যক্তিদের ছবিসহ গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা রয়েছে।
এছাড়া ছাত্রহত্যা বন্ধের আহ্বান জানিয়ে কালো ব্যাকগ্রাউন্ডে লাল বর্ণে লেখা রয়েছে, এখন আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ। ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করলে অপারেশন হান্টডাউন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা অবস্থা দেখা যায়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী