Home খেলা ইউক্রেনকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা

ইউক্রেনকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: শুরুটা হতাশার হলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিজেদের চিরচেনা রূপে ফিরেছে আর্জেন্টিনা। ইরাকের পর ইউক্রেনকে হারিয়ে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। মঙ্গলবার (৩০ জুলাই) ‘বি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

জয়সূচক গোল দুটি করেছেন থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি। আরেক ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো।

২০২১ সালের পর থেকে সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার। গত তিন বছরে ফিফা বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপাসহ চারটি ট্রফি ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। এবার সময় অলিম্পিকের গোল্ড মেডেল ঘরে তোলার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ২০০৪ সালে প্রথম আর ২০০৮ সালে সবশেষ স্বর্ণ পদক জিতেছিল তারা। ১৬ বছরের অপেক্ষা ঘোচাতে এবার ভরসা হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দির মতো বিশ্বজয়ীরা। তাদের সঙ্গে আছেন নতুন প্রজন্মের তারকা এচেভেরি, আলমাদারা।

যদিও এবারের অলিম্পিকে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছিল তারা। ওই ম্যাচে হয়েছে অনেক নাটকীয়তা। হতাশা কাটিয়ে অবশ্য ইরাকের বিপক্ষে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। ম্যাচটি জিতে নেয় ৩-১ ব্যবধানে। আর ইউক্রেনকে হারিয়ে নিশ্চিত করে শেষ আট।

এদিন অবশ্য প্রথমার্ধে গোলশূন্য থাকতে হয় মাসচেরানোর শিষ্যদের। ৪৭তম মিনিটে দলকে প্রত্যাশিত সাফল্য এনে দেন থিয়াগো আলমাদা। ক্রিস্টিয়ান মেদিনার পাসে বল জালে জড়ান তিনি। যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন ক্লদিও এচেভেরি। সতীর্থের জোরালো শট ইউক্রেনের গোলরক্ষক গ্লাভসবন্দী করতে ব্যর্থ হলেও এগিয়ে গিয়ে জালে জড়ান এচেভেরি।

 

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী