Home আন্তর্জাতিক সৌদি প্রিন্সেসের পর এবার ‘ভোগ ম্যাগাজিন’এ জায়গা করে নিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী

সৌদি প্রিন্সেসের পর এবার ‘ভোগ ম্যাগাজিন’এ জায়গা করে নিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: চলতি বছরের ২০ জুলাই ‘ধাদাক’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক ঘটতে যাচ্ছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। কিন্তু বলিউড অভিষেকের আগেই সাময়িকীর প্রচ্ছদে নিজের অভিষেক ঘটালেন জাহ্নবী। টাইমস নাউয়ের খবরে প্রকাশ, জীবনধারাবিষয়ক সাময়িকী ভোগের জুন মাসের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। আর তাঁকে এ সুযোগ করে দিয়েছেন জাহ্নবীর অভিষেক ছবির প্রযোজক করণ জোহর।

সম্প্রতি একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবীর প্রচ্ছদে জায়গা করে নেওয়ার ব্যাপারে করণ বলেন, ‘জুলাইয়ে জাহ্নবীর চলচ্চিত্র অভিষেকের আগেই জুনে সাময়িকীর প্রচ্ছদে তাঁর অভিষেক ঘটেছে। আর ভোগের চেয়ে ভালো সাময়িকী আর কী হতে পারে? জুনের প্রচ্ছদ বালিকা হিসেবে দেখা যাবে তাঁকে। জুনের ১ তারিখ থেকেই আপনারা তাঁকে দেখতে পারবেন। একদমই মিস করবেন না। এটা আর কেউ নয়, আমাদের ধর্মা প্রোডাকশনের মেয়ে। আকর্ষণীয় ও সুন্দরী জাহ্নবীর কাপুর। আগের চেয়েও দুর্দান্তভাবে এবার তাঁকে দেখা যাবে। সবাই একটা সংখ্যা কিনে তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন আর তাঁর এই ভালোবাসাটুকু প্রাপ্য।’

শুধু প্রচ্ছদেই নয়, সাময়িকীর প্রথম প্রচ্ছদই নয় তাঁর প্রথম সাক্ষাৎকারও থাকছে ভোগের এবারের সংখ্যায়। এ ছাড়া সংখ্যাটির জন্য ফটোশুটও করেছেন জাহ্নবী। ভিন্ন পোশাকে, ভিন্ন স্টাইলে ম্যাগাজিনের ভেতেরের পাতায় হাজির‍ হয়েছেন তিনি।

বর্তমানে ‘ধাদাক’ ছবির শেষ অংশের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইশান খাত্তার। পরিচালনায় রয়েছেন শশাঙ্ক খাইতান। মারাঠি ভাষায় নির্মিত ২০১৬ সালে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার সুপারহিট ছবি ‘সাইরাত’-এর বলিউড সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে ‘ধাদাক’।

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী