Home বাংলাদেশ দুই বছরের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ

দুই বছরের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ২ বছরের শিশু কন্যা আনিসা আক্তারকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ। জানাযায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা এলাকার আরফান মিয়ার ছেলে মাসুদ করিমের সাথে নঁওগা সদর উপজেলার চররাম চন্দ্র গ্রামের নুর ইসলামের কন্যা ঝর্না বেগমের সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয়।

জীবন জীবিকার তাগিতে মাসুদ করিম ও ঝর্ণা বেগম ২ স্বাামী স্ত্রী মিলে ঢাকায় অবস্থান করে। তাদের সংসারে আনিসা আক্তার নমে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সংসার জীবনে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। ঘটনার দিন গত ৭ জুলাই ঢাকায় থাকা অবস্থায় ২ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে মাসুদ করিম তার স্ত্রী ঝর্ণা বেগমকে বেধরক মারপিট করে। ঝর্ণা বেগম কাজের জন্য বাড়ির বাহিরে গেলে তার স্বামী মাসুদ করিম ঝর্ণাকে না বলে চুপি সাড়ে শিশু সন্তান আনিসা আক্তারকে নিয়ে ডোমার চলে আসে।

এ বিষয়ে ঝর্ণা ও তার বাবা মা বারবার যোগাযোগ করলে ২০দিন যাবত মায়ের কাছ থেকে শিশু সন্তানকে জোর পূর্বক আটকে রাখে মাসুদের পরিবার। গত ২৮জুলাই ঝর্ণা বেগম তার শিশু কণ্যাকে উদ্ধারের জন্য ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করে। অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বিষয়টি আমলে নিয়ে এসআই আক্তার হোসেন ও সঙ্গীয় ফোর্স পাঙ্গা মটুকপুর গিয়ে ঝর্ণার শশুর বাড়ি থেকে শিশু সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দীর্ঘ ২০দিন পর মাকে কাছে পেয়ে শিশুটি তার নতুন জীবন ফিরে পেলো। পরে ডোমার থানার নারী ও শিশু ডেক্সের মাধ্যমে শিশু কণ্যা আনিসা আক্তারকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। ডোমার থানা পুলিশের এধরনের উদ্যোগকে সাধুবাদ
জানিয়েছে শিশুটির মা ঝর্ণা বেগম।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী